শাহিনুর ইসলাম (রাজশাহী কলেজ) প্রতিনিধি:
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবৃত্ত’ জয়পুরহাট শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট সদর, পাঁচবিবি উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির উদ্যোগে ১শ পরিবারে খাদ্য সহায়তা হিসেবে সেমাই, চিনি ময়দা ও দুধের প্যাকেট প্রদান করা হয়েছে।
এ সময় সংগঠনের সদস্য কাওসার আহমেদ (বনি) বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন ১শ নিম্ন মধ্যবিত্ত, অসহায় ও হত দরিদ্রের মধ্যে খাদ্য সামগ্রী উপহার স্বরূপ বিতরণ করা হয়েছে। মনি আক্তার বলেন, সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ঈদ সামগ্রী বিতরণ।
যদি আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে এমন উদ্যোগ গ্রহণ করে থাকি তাহলে ঈদ আনন্দ থেকে কেউ বঞ্চিত হবে না। উল্লেখ্য এ সময় সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।