মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির উদ্যোগে খাদ্য সহায়তা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে কর্মহীন হয়ে পড়া এলাকার অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির কার্যকরী সদস্য ও সুমনা গ্রুপের ডিজিএম খালেদ শামস্ প্রধান রুম্মান এর নেতৃত্বে এবং প্রতিষ্ঠানটির যুগ্ন আহবায়ক ব্যবসায়ী মোক্তার আলম মুক্তার তত্বাবধানে এ খাদ্য সহায়তা করা হয়।
এসময় সহায়তা অনুষ্ঠানে স্থানীয়ভাবে আরও উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান পুলক, শামীম রেজা ডন, মাহাবুব ইসলাম প্রমূখ। উল্লেখ্য, করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া প্রায় অর্ধশতাধীক মানুষকে চাল, ডাল, তেল, সাবান সহ পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়।