বেলাল হোসাইন,রামগড়(খাগড়াছড়ি):
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার দায়ে মাটিরাঙ্গা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালের দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, গেল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেলকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
CBALO/আপন ইসলাম