রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নতুন করে বরিশালের এক সাংবাদিকসহ সাতজনের করোনা শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।
সোমবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে স্থানীয় একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক (৫২), নগরীর সাগরদী এলাকার নারী (৩০), নাজির মহল্লার পুরুষ (৩৬), মুলাদী উপজেলার বাসিন্দা পুরুষ (৫০), বানারীপাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৬৫) ও উজিরপুর উপজেলার বাসিন্দা দুইজন পুরুষ বয়স (৩০) এবং (৩৬)। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রবিবার রাতে রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।###