এম এস শবনম শাহীন:
করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি ছিলেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা অরিন। তবে এখন ফের সরব তিনি। সিনেমার বাইরেও খণ্ড নাটক, ধারাবাহিক নাটক ও ওয়েব ফিল্মে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তিনি শেষ করেছেন ‘সাইকো লাভার’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজ। সবুজ খানের পরিচালনায় এখানে অরিনের নায়ক আফফান মিতুল ও জয় চৌধুরী। এরইমধ্যে এর টিজার প্রকাশ হয়েছে। খুব শিগগিরই এটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। এদিকে এরইমধ্যে কয়েকটি নাটকে অভিনয় করছেন অরিন। সম্প্রতি ‘মেঘে মেঘে বেলা’ নাটকে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন এস আই সোহেল। এতে আরো অভিনয় করেছেন মারজুক রাসেল, মানসি প্রকৃতি প্রমুখ। একই পরিচালকের ‘সম্পর্ক’ শিরোনামের একটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন অরিন। এর বাইরে আরেকটি মেগা ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। নাম ‘নাটাই ঘুড়ি’। পরিচালনা করছেন এমদাদুল হক খান। খুব শিগগিরই এটি প্রচার হবে এটিএন বাংলায়। এর বাইরে করোনার কারণে বেশ কয়েকটি চলচ্চিত্র আটকে আছে অরিনের। এরমধ্যে কলকাতায়ও তার কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।
অরিন বলেন, করোনার কারণে অনেক দিন কাজ করিনি। এই মহামারির কারণে কলকাতায় আমার ছবি মুক্তি আটকে আছে। নতুন ছবির কাজও আটকে আছে। তাছাড়া দেশেও কয়েকটি ছবির কাজ শুরু হচ্ছে না। তবে এরইমধ্যে চলচ্চিত্রের কাজ শুরু করেছেন অনেকে। হয়তো আমিও দ্রুতই কাজ শুরু করবো সিনেমার। অনেকেই ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করছেন। অরিনের ইচ্ছে কি? অরিন বলেন, এটা নতুন একটি প্ল্যাটফর্ম । সারা বিশ্বেই জনপ্রিয় হচ্ছে ওয়েব মাধ্যম। আমাদের দেশেও কাজ হচ্ছে। এটা ইতিবাচক বিষয়। আমি ওয়েব ফিল্মে কাজ করেছি এরইমধ্যে। গল্প ও চরিত্র ভালো হলে ওয়েবে কাজ করতে আমার আপত্তি নেই। বরংচ ভালো ভালো ওয়েব সিরিজে আমি আরো কাজ করতে চাই। দেখা যাক কি হয়।
CBALO/আপন ইসলাম