জিয়াউল হক জিয়া,কক্সবাজার থেকে:
কক্সবাজার সদর ভারুয়াখালীতে নারায়নগঞ্জ থেকে অাসা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া অামেনা খাতুন প্রকাশ উমদা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।গত ১৭ মে (রোববার) রাত ৮ টার দিকে হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে উমেদার স্বামী প্রবাসী রুহুল অামিন রুবেলসহ করিম সিকদার পাড়ায় তার নিজ বাড়ি ফিরে যান।
বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন একই ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দীন। তিনি বলেন, উমেদার শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে তার শ্বাশুর বাড়িটি লকডাউন করা হয়েছিল। সুস্থ হওয়ায় তার শ্বাশুর বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়। অাসলেই সেই মহিলার শরীরে করোনা শনাক্ত হওয়ার দুইদিন অাগেই নারায়নগঞ্জ থেকে এসেছিল। অাল্লাহর রহমতে ওই মহিলা ছাড়া এখনও ভারুয়াখালী ইউনিয়নে করোনামুক্ত।
উল্লেখ্য,গত ৭ মে (বৃহস্পতিবার) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ভারুয়াখালীর দক্ষিণ করিম সিকদার পাড়ার বাসিন্দা প্রবাসী রুহুল আমিন রুবেল এর স্ত্রী নারায়নগঞ্জ থেকে আসা আমেনা খাতুন প্রকাশ উমেদার করোনার স্যাম্পল টেস্টে করা হয়।
রিপোর্টে তার শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেল। করোনা শনাক্ত হওয়া মাত্রই রোগী হিসেবে তাকে রামুর ৫০শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে নিয়ে যান।