মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
অবশেষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮ মে সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে জানা যায়, উপজেলার ধামোর ইউনিয়নের মরাপুকুর এলাকার জনৈক যুবক (২২) আটোয়ারীর প্রথম সনাক্তকারী কোভিট-১৯ পজিটিভ ব্যক্তি। সনাক্তকৃত যুবক ঢাকার আব্দুল্লাহপুর এলাকার একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিল। গত ১৩ মে সে বাড়িতে আসে এবং হোম কোয়ারেন্টাইনে ছিল।
গত ১৬ মে তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: হুমায়ুন কবির জানান, যুবকটির শারীরিক অবস্থা মোটামুটি ভালো এবং সে তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছে। প্রয়োজন ছাড়া কেউ যেন বাহিরে বের না হয় এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতেও অনুরোধ করেন তিনি।