সাভার প্রতিনিধি:
সারা বাংলাদেশের সাংবাদিকতার শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) পক্ষ থেকে আজ সোমবার (১৮ই মে) সন্ধ্যায় সাভারের ছায়াবিথী এলাকায় অসহায় ও দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি জি এম হিরক এবং সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিমের উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ইফতার বিতরণ কার্যক্রমে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল, সময় এখন আমাদের পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুজ্জান হিমু এবং বিজেএসসি ঢাবি শাখা সংসদের সভাপতি মীর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।