মোঃ কামাল হোসেন:
নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা কর্মসূচি চলমান রয়েছে। ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন যশোরের গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতারা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি এক নম্বর ভবনের সামনে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেয়া হয়। বক্তব্য দেন- গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোরের সভাপতি আবুল হোসেন, সদস্য আজিজুর রহমান সাবু, কাজী ফুরদুল ইসলাম, আমিনুর রহমান হিরু, বাসুদেব বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক কামরুন নাহার কনা।
সঞ্চালনা করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোরের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। যশোর শহরের দড়াটানায় অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় অবস্থান নেন। অপরদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাস্কর্য মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক অমেদুল ইসলাম, উপদেষ্টা আব্দুস সালাম, সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, নির্বাহী সদস্য শাহীন মাহবুব, মামুন শামীম আকতার লিখন প্রমুখ।
#CBALO/আপন ইসলাম