বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

ই-পেপার

সলঙ্গায় ৭ জুয়াড়ীর এক মাসের কারাদন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১০:০৯ পূর্বাহ্ণ

কে,এম আল আমিন :

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নবরত্ন পাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন এর নেতৃত্বে RAB -১২ এর এএসপি এরশাদুর রহমান ও তার দলের সহযোগীতায় প্রকাশ্যে জুয়া খেলারত ৭ জুয়াড়ীকে আটক করেন। আটককৃতরা হলো – অরুন চন্দ্র মোহন্ত (৩৪) পিতা মৃত হরিশ চন্দ্র মোহন্ত, টপি চন্দ্র মজুমদার (৩০) পিতা জতিশ চন্দ্র মজুমদার উভয় সাং উত্তর সাহাপাড়া, শেরপুর, বগুড়া, হারুন অর রশিদ (৬০) পিতা মৃত ওসমান গনি সাং দত্তকুশা, খলিল (৪০) পিতা মৃত শুকুর আলী সাং বড়হামকুরিয়া, লাবলু (৪০) পিতা মৃত তৈয়ব আলী প্রাং সাং কুমাজপুর, জাহিদুল ইসলাম (৪০) পিতা মৃত গিয়াস উদ্দিন আকন্দ সাং মুরাদপুর এবং সাইফুল ইসলাম (৪১) পিতা মৃত আঃ প্রামানিক সাং কেসুয়ান, সাঁথিয়া, পাবনা কে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বোর্ড, গুটি, পটসহ নগদ ৫০৯১২ টাকা জব্দ করা হয়। প্রকাশ্যে জুয়া খেলায় তারা অপরাধ স্বীকার করে। উক্ত অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঈন উদ্দিন প্রত্যেক আসামীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর