মাহমুদুল হাসান:
মা ইলিম সংরক্ষণ অভিযান ২০২০ সালের ১৪অক্টোবর হতে ০৪ নভেম্বর পর্যন্ত ২২তিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এসময়ে সারাদেশেইলিশ মাছ আহরণ,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময়সম্পূণৃ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ অভিযানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,থানা অফিসার ইনচার্জ মোল্লা মো: মাসুদ পারভেজ, মস্য অফিসার মো: মাসুম বিল্লাহ,ক্ষেত্রসহকারি শফিকুল ইসলাম শফি, ডেইলী সান পত্রিকার চৌহালী প্রতিনিধি মো: মাহমুদুল হাসানসহ এ কমিটির সদস্যবৃন্ধরা। ইউএনও বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময়ে নদীতে মা ইলিশ শিকার করতে গিয়ে ধরা পরলে কেউ আইনের হাত থেকে রেহাই পাবেনা। এ আইন অমান্যকারির শাস্তি কমপক্ষে ১বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
মা ইলিশ রক্ষায় বিধিমোতাবেক সকল প্রকার কঠোর ব্যবস্থা গ্রহণে পিছপা হবেন না এবং প্রয়োজনে জেলেদের নৌকা জব্দ করা হবে বলেও তিনি জানান। চলতি অভিযারে একাধিক ম্যাজি:সহ ৪টি বাহিনি নদীতে টহলে থাকবেন।
#CBALO/আপন ইসলাম