ধর্ষণের বিরুদ্ধে ৭১রের মতো
লেগেছে ফের যুদ্ধ।
ধর্ষকেরা রেগে আগুন
হঠাৎ আইন কানুনও হলো ক্ষুদ্ধ।
সাবাস সাবাস বাহ বাহ পায়
ভালো কর্মে প্রশাসন।
গণতন্ত্রের দেশে ফিরেছে বুঝি
নিয়ম কানুনের সব ভাষণ।
আজ লজ্জিত দেশ লজ্জিত
লজ্জায় ঢাকা মুখ।
আজ ধর্ষকের সুখে
মা বোনেদের মুখে দুখ।
নরপেশাচ ছাত্রলীগ পরিচয়ের যত হায়েনা
শিক্ষার নামে অপকর্মে জড়িত থাকা যায়না।
অদ্ভুত যত লাগামহীন আছে ধর্ষক
শাস্তি কঠিন দেওয়া হোক দেখুক সব দর্শক।
সারা বাংলা জুড়ে নেতা পরিচয়
ছিলো যারা পাক সমার্থক।
হঠাৎ করে পোস্টার ফেস্টুনে
নেতা হয়ে ভাবে স্বার্থক।
মুখ থুবড়ানো আইন এখন
চাঙ্গা হলো দেশে।
নারীবাদীরা কোথায় গেলো
আলকাতরা মুখে মাখোঁ হেসে।
ধর্ষণের দেশে লেগেছে যুদ্ধ
সংগ্রাম সারা গাঁয়।
ধর্ষকেরা গর্তে ঢুকেছে
প্রশাসন দেখো খুঁজে পায়।
কোথায় পালাবি ধর্ষিতার অভিশাপ
তোর ললাটে লেখা মৃত্যু।
এপার ওপার দুই পারেতেই
নড়বড়ে খুঁটি ভিত্তু।
ফেসবুক ভাইরাল কোটি জনতার
গর্জনে জাগে সংগ্রাম।
তোর নোংরামে হারায় দেখ্
পরিবার আজ সম্ভ্রম।
ফাঁসি নয় হাসি হাসছে বাংলা
তেতুলিয়া থেকে টেকনাফ।
ধর্ষক তোরা যেথায় লুকাস
হবে না ক্ষমা নেই মাফ।
#CBALO/আপন ইসলাম