আমি একজন মুজিব সৈনিক সাগর পারে থাকি। আজীবন বঙ্গবন্ধুকে নিয়ে করলাম লেখালেখি। গরীবি হাল ছাড়েনা মোর অবাব ছাড়েনা পিছু। শতকষ্টেও লিখি আমি প্রিয় মানুষকে নিয়ে কিছু, কেউ দেখেনা জিঞ্জাসেনা কি হালে দিম যায়। জাতির পিতা থাকলে কইতাম এই মনে কি চায়। কে শোনবে মোর রোদন ধ্বনি হৃদয়ের আফসোস। কাউকে দুষিনা সবই আমার এই কপালের দোষ, কতো জনের কাছে গোলাম কেউ দিলোনা সারা।
আশার প্রদিপ নিভে গেছে বেচে থাকতেও মরা, মুজিব সৈনিক হয়েও আজ কেন এতো কষ্ট। আশায় আশায় এই জীবনটা হয়ে গেছে নষ্ট, হাল ছাড়িনি তবুও আমি হইনি কভু রুষ্ট। জীবন সংগ্রামে লরাকু আমি না পেয়ে কিছু তুষ্ট, বঙ্গবন্ধুর স্মৃতি বুকে সেতো ধরায় নাই। তার মরনে সবই গেলো আশার মুখে ছাই,তারে নিয়ে কবিতা লিখি রচি কতো গান। নয়ন জ্বলে ভাসে কপল, ইহাই প্রতিদান। আর কতো কাঁদবো আমি জাতির পিতার তরে। নেই তো কেউ এমন দরদি নিষ্ঠুর এ সংসারে। জতোদিন বাজবো ততোদিন লিখবো শেখ মুজিবের কথা, কবিতায় গানে গেয়ে বেড়াই মনের যতো ব্যাথা।
মুজিব সৈনিক আজ কেনো মরবে অনাহারে। কে আছে এমন খাটি দেশ প্রেমিক এ বাংলার ভিতরে। যারা কুটিপাটি তারাই টাকার পাহাড় গড়ে, আমার মতন মুজিব সৈনিক না খেয়ে অকালে মরে। জার আছে টাকা পয়সা সেই সাহায্য পায়, আমার মতন কপাল পোড়ার বিফলে কীন যায়। সংসারে এখন টানাটানি নিত্য ঝগড়া ঝাটি পারলাম না জীবনটারে করতে পরিপাটি, সুখ আমার নেই তো এখন দুঃখ জীবন ভর, অভাবের তারনা ছাড়তে হবে এখন বাড়ি ঘর। কেমনে চলবে এই দুঃসময় মরছি চিন্তায় ভেবে, আমার মতন এই অধমকে -কে সাহায্য দিবে। চাইতে পারিনা কইতে পারিনা লাজ শরমের ভয়, কেউ জিগায়না কেউ ডাকেনা কেউ তো আপন নয়। টাকা থাকলে ছাপাতাম আমি মুজিবের কবিতার বই, আফসোস রইতোনা মনে ব্যর্থ আমি নই। আগামী প্রজন্ম আগ্রহ ভরে মুজিবের কবিতা পরেবে। এমন আদর্শ নেতার মত তাদের জীবন গরবো।
বাংলাদের সপ্নপূরুষ শেখ মুজিবুর রহমান, সে মানুষটি করেছে বাঙ্গালিদের নতুন জীবন দান তারে যদি না জানে বাঙ্গালি জীবন অপুর্ন রবে, কাল থেকে মহাকাল অনন্তকাল তার কথা কবে, বাংলার মানুষকে জানাই আমি আকুল আবেদন। মরেগেলে মুজিব কন্যা জেন পরায় শেষ কাফন। বেচে থাকতে পেলাম না মূল্য বৃথা নয়নের জ্বল, আমার কবর জেয়ারত করে জেন মুজিব সৈনিকের দল। এটাই আমার অন্তিম আশা চাইনা কিছু আর, সকল বাঁধন ছিন্নকরে জাবো যে পরোপাড়।