হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
সাড়া বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করছে।চলমান পরিস্থিতিতে সারা বিশ্বের অধিকাংশ দেশ এবং অঞ্চল লকডাউন এর মধ্যে রয়েছে।সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিগত দুই মাস থেকে লক ডাউনের মধ্যে রয়েছে।তাই মানুষের সব রকম আয়ের উৎস বন্ধ রয়েছে। মানুষ কর্মহীন হয়ে পরেছে। এমন অবস্থায় “কচুকাটা ইউনিয়ন ইউনির্ভাসিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন” কচুকাটা হাই স্কুল মাঠে, শতশত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে কর্মহীন এবং অসহায় মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারহানুল ইসলাম সিফাত এবং অনুষ্ঠান পরিচালনা করেন মো ফিরোজ।
এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, “আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী এবং আমাদের সংগঠনের উপদেষ্টা মন্ডলীদের সম্মিলিত আর্থিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করেছি। বর্তমান পরিস্থিতিতে আমি অনুরোধ করবো দেশের সামর্থবান দের এগিয়ে আশার জন্য”। উক্ত অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের মধ্যে সুজা আহমেদ, মো. মহাসিন,বিধু ভূষণ রায়,আফিজার রহমান, জাহাংগীর আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।