মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

ই-পেপার

আহারে দেশপ্রেম ! -রচনায়, ই য়া ছি ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৯:৪১ পূর্বাহ্ণ

জজ ব্যারিস্টার পন্ডিত জনে
দেশটা গেছে ভরে,
তবে কেন বাংলার মানুষ
আত্মকষ্টে মরে !

তরতর করে বৃদ্ধি পাচ্ছে
বিদ্যান লোকের সংখ্যা
তবুও কেন যাচ্ছে নারে
সর্বনাশার আশঙ্কা ?

বিদ্যালয়ের বেঞ্চে ময়লা
কোচিং গুলি চকচকা
হাসপাতালে ডাক্তার শুন্য
ক্লিনিক সদা রমরমা ।

মজুদদারের গ্যাঁড়াকলে
নিষ্পেষিত জনগণ
বাজার যখন পন্যশুন্য
তাদের ঘরে লক্ষ টন ।

নেশার বিরুদ্ধে মাতাল রাজা
করছে হুংকার দিচ্ছে ভাষণ
আসলে ভাই, ভাষণদাতা
মাদকসেবিদের করছে লালন।

অযাচিত টেস্ট বানিজ্যে
চারিদিকে হাহাকার
কমিশনে বেজায় খুশি
কসাই নামক ডাক্তার ।

বনিক নেতা জোট বেঁধেছে
করবে বাজার নিয়ন্ত্রণ
ভোগ্যপণ্যের চড়া দামে
হায় হায় করছে জনগণ ।

জনপদের রাস্তার ইটে
করছে বাড়ি ঠিকাদার
চাঁদা নামক কমিশন নেয়
হরেকরকম বাটপার ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর