তুহিন বাবু চলনবিলের ছেলে
বেড়ে উঠেছে সে
বিলে সাতার ঢেউ খেলে।
তাদের বাড়ী
চলনবিলের কোলে,
সাত সকালে উঠেই
সাতার কাটে বিলেরই জলে ।
স্কুলে যায় সে
কলা গাছের ভেলাই চড়ে ,
প্রায়ই বই খাতা নিয়ে
জলে গেছে পড়ে ।
ভেজা কাপড়েই ফিরতেই
মা বকে বকে বলে
তোর যেতে হবে না ঐ স্কুলে ।
মো: আলমগীর হোসেন
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
০১৭৪০-৭১৪৬৫৬