সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

আমরা বাঙ্গালী বাংলা সিনেমা দেখব, দেশের শিল্পকে বাঁচিয়ে রাখব – মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৪:৫৯ অপরাহ্ণ

সুন্দর সবুজ শ্যামল ঘেরা এক অপুর্বময় স্বর্গীয় দেশ, আমার বাংলাদেশ । এ দেশে বহুকাল ধরে বিভিন্ন দেশ মহাদেশ হতে শত শত পর্যটক এদেশের শান্তির সুধা আহরনে আসেন। তাহারা এদেশের মানুষের আথীয়তা পেয়ে তারা ধন্য হয়েছে । সে জন্য তাহারা বিশ্ব দরবারে এ জাতির অনেক প্রশংসা করে গেছেন। এদেশের সাংবাদিক , সাহিত্যিক, শিল্পী সমাজ সহ বিভিন্ন স্তরের ব্যাক্তি, সমাজ স্বস্ব অবস্থানে সফলতা দেখিয়েছেন । এদেশের তথা ভারত বর্ষের প্রিয় নায়ক রাজ রাজ্জাক তার চলচ্চিত্র জীবনের অবদান এদেশবাসী কখনও ভুলতে পারবে না। আজ তিনি আমাদের মাঝে নেই । অনেক গুনী অভিনেতাররা আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের শুন্যতা কোন দিন পুরন হবার নয় । তারপরও এদেশের সিনেমা নির্মাতাদের উচিত তাহাদের অভিনীত সিনেমা এবং তাহাদের পথ অনুসরন করছে এরকম সিনেমা তৈরী এবং অভিনেতা তৈরী করা । তারপর ও এদেশের অনেক তরুন শিল্পী সমাজ রয়েছে যারা ছোট ও বড় পর্দায় অনেক ভাল মানের কাজ করছে । তাদের অভিনয় পারদর্শিতায় দর্শক প্রিয়তা বাড়ছে ।

 

গত ০২ অক্টোবর বাংলা ভিশন চ্যানেলে দুপুরে প্রচারিত ভাড়াটিয়া নাটকে চঞ্চল চৌধুরী ও তিশা ব্যাপক পারফর্ম করেছে । নাটকটিতে ঢাকা শহরে ভাড়াটিয়াদের গ্যাস পানির যে সমস্যা, রাত্রী ১১ টার পর বাসায় ডুকতে না দেয়া ফুটপাতে কাথা বালিশ নিয়ে শুয়ে থাকা , তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন গুলোতে সুন্দর সুন্দর নাটক প্রচারিত হচ্ছে । এসমস্ত নাটক এর কলা কুশলীদেও জানাই আন্তরিক ধন্যবাদ । ঐদিন রাত্রে এনটিভির রঙ্গিন পাতা অনুষ্ঠানে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, আমরা বাঙ্গালী । আমরা যদি বাংলাদেশের সিনেমা না দেখি এবং বলি যে, এ দেশের সিনেমা ভাল নয়, তাহলে নিজে নিজেকে ছোট করা হলো। আমি বা অনেক মানুষই নিজের বিবেক কে প্রশ্ন করিলে জানতে পারবেন কথাটি একদম সত্য । আমরা এমন বাঙ্গালী হয়ে গেছি, যে নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে অন্যের দেশের ঐতিহ্যকে বেশি পছন্দ করি। বাংলাদেশী সিনেমার স্থলে ভারত বাংলা বা হিন্দি সিনেমাকে প্রাধান্য বেশি দিয়ে থাকি। তাহলে তো এদেশের জন্য যারা রক্ত দিয়েছে , এ বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছে, তাদের সাথে বিশ্বাস ঘাতকতা করা হবে। তাই আসুন আমরা শপথ করে বলি, সিনেমা যদি দেখি দেশেরটাই দেখব, দেশের অবহেলিত শিল্পকে বাঁচিয়ে রাখব।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর