অনলাইন ডেস্ক:বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রথম সাক্ষাতে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে এই দোয়া পড়া সুন্নত—
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি। ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালবাহা আলাইহে।
একটি হাদিসে স্বামী-স্ত্রী জামাতে নামাজ পড়ে দোয়া করার নির্দেশও পাওয়া যায়। এই দোয়া করবে, ‘হে আল্লাহ! আমাদের পরিবারে বরকত দিন, স্ত্রী থেকে আমাকে উপকৃত করুন এবং আমার থেকে তাকে উপকৃত করুন, যত দিন ভালো হয় আমাদের একসঙ্গে রাখুন এবং যেদিন চিরতরে একে অন্যের থেকে আলাদা হওয়া ভালো হয় সেদিন আলাদা করুন।’ (আবু দাউদ, হাদিস : ২১৬০, আল মুজামুল আওসাত, হাদিস : ৪০১৮)
স্বামী-স্ত্রী জামাতে নামাজ পড়লে স্বামী ইমামতি করবে এবং স্ত্রী তার এক কদম পেছনে দাঁড়াবে।
স্বামী প্রথম সাক্ষাতে স্ত্রীর সঙ্গে এমন কাজ করবে, যেন তার মন প্রফুল্ল হয়। যেমন—তাকে দুধ বা শরবত পান করানো ইত্যাদি। হাদিস শরিফে আছে, রাসুলুল্লাহ (সা.) আয়েশা (রা.)-এর সঙ্গে প্রথম সাক্ষাতের সময় একটি দুধের পেয়ালা থেকে নিজে কিছু পান করলেন, অতঃপর আয়েশা (রা.)-কে পান করানোর জন্য পেয়ালা এগিয়ে দিলে তিনি লজ্জায় মস্তকাবনত করেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৭৫৯১)
এ ছাড়া প্রথম সাক্ষাতে কিছু উপহার বা স্মৃতির স্মারক দেওয়া উচিত।