সলঙ্গা প্রতিনিধি :
করোনা প্রতিরোধে সরকারী নিষেধাজ্ঞা অমান্য, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, পন্যের দাম বৃদ্ধি,বিভিন্ন নিয়ম ভঙ্গের অপরাধ সহ বাজার মনিটরিং জোরদার করতে সিরাজগন্জের সলঙ্গায় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
সামাজিক দুরত্ব বজায় না রাখা,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত সলঙ্গা বাজারের জাবেদ আলী মার্কেটের ঔষধের দোকানে ২০ হাজার টাকা ,মোহাম্মদ আলী মার্কেটের ঔষধের দোকানে ৫০ হাজার টাকা, পণ্যের দাম বৃদ্ধি নেয়ায় সলঙ্গা সুস্টোরে ৫ হাজার টাকা সহ আরও কয়েকটি দোকানে জরিমানা করেছেন।
রবিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রনি ভ্রাম্যমান আদালতে দোকানীদের এ দন্ডাদেশ প্রদান করেন।ভ্রাম্যমান আদালতে রেব-১২ এর লেফটেন্যন্ট ইমরান হোসেন সহ সঙ্গীয় ফোর্স ও সলঙ্গা থানা পুলিশ সহযোগীতা করেন।