সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

গায়ক বলিউডের, মডেল নিরব-প্রমি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ পূর্বাহ্ণ

বলিউডের গায়ক পাপনের গানে পারফর্ম করেছেন  সালমান খান, আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, রানা দাগগুবতী, বিপাশা বসুর মতো বলিউড তারকারা। এবার এই অঙ্গরাগ মোহন্ত পাপনের গানে মডেল হলেন বাংলাদেশের অভিনেতা নিরব।  দীর্ঘ ৮ বছর পরে ফের গানের মডেল হিসেবে দেখা দিলেন চিত্রনায়ক নিরব।

এর আগে নিরব ২০১২ সালে কণ্ঠশিল্পী কনার গানের মিউজিক ভিডিওতে গাজী শুভ্রর পরিচালনায় তাকে দেখা গিয়েছিলো। দীর্ঘ বিরতি শেষে আবারও মিউজিক ভিডিওর মডেল হলেন নিরব। গানের শিরোনাম ‘শুধু তোমার কারণে’। এতে নিরবের বিপরীতে মডেল হয়ছেন তামান্না প্রমি। একইসাথে পাপনের সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। আর এসবের নিয়ন্ত্রক ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ খ্যাত শাহরিয়ার পলক। ভিডিও পরিচালনা করেছেন তিনি।

গানটি লিখেছেন সময়ের দেশের আলোচিত গীতিকার রবিউল ইসলাম জীবন। সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের অদিত গতকাল সোমবার ঢাকার একটি রেস্তোরাঁয় গানের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

নিরব বলেন, পাপনদা’র কণ্ঠে পারফর্ম করেছেন সালমান সঞ্জয়, রণবীর কাপুররা। এরকম একজনের গায়কের গানে পারফর্ম করার প্রস্তাব আমার কাছে গুরুত্বপূর্ণ বিবেচিত হলো। তাই আগ্রহ কাজ করেছে। দীর্ঘ অনেক বছর পর সঙ্গীতের দৃশ্যায়নে কাজ করলাম। আলাদা কোনো ফিলিংস নেই, হামেশাই চলচ্চিত্রের গানে তো পারফর্ম করতেই হয়। তবুও মনে রাখার মতো কাজ হয়েছে।

বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করেছেন নিরব। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত স্টার পাইপ এন্ড প্লাস্টিক লিঃ এর ‘স্টার চেয়ার’র বিজ্ঞাপনে প্রথমবার এক সাথে কাজ করেছেন নিরব, পিয়া জান্নাতুল ও ইমন। নিরবের হাতে রয়েছে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘অফিসার রিটার্নস’ ও সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ডায়েল রহমানের ‘তিতুমীর’, বুলবুল জিলানির ‘রৌদ্র ছায়া’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর