মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।সেনা সদস্যদের রেশনের খাদ্য ও উৎসব ভাতার অর্থ দিয়ে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলে জানান লে.কর্নেল বখতিয়ার উদ্দীন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪ বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে.কর্নেল বখতিয়ার উদ্দীন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর ফাহাদ,ক্যাপ্টেন ইরফান,ক্যাপ্টেন শিহাব,ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন মাষ্টার প্রমুখ।