মোঃ আমিনুল ইসলাম উল্লাপাড়া, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহী কোলা গ্রামে সোমবার সকালে রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রি করার চেষ্টা করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) উল্লাপাড়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোর্শেদ উদ্দিন আহম্মদ। পরবর্তীতে জবাইকৃত রোগাক্রান্ত পশুটি বিধিসম্মত উপায়ে মাটিতে পুতে ফেলা হয়।
#CBALO/আপন ইসলাম