প্রদীপ কর্মকার:
নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ সেপেটম্বর) সকালে তাড়াশ আওয়ামীলীগ দলীয় কার্য়ালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক এর সভাপত্বিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনজিত কর্মকার।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রজত কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা নারী ভাইসচেয়ারম্যান ও উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সভাপতি প্রভাষক মর্জিনা ইসলাম,তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালেয়র সভাপতি আনোয়ার হোসেন তাপস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশসহ আরো অনেকেই।
এদিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধামন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম