সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

গ্যাস্ট্রিক বিষয়ে চিকিৎসা বিষয়ক পরামর্শ ; ডাঃ শিবপদ শুভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:১০ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

গ্যাস্ট্রিকের সমস্যায় অনেকেই ভোগেন। তবে কেন হয় এই সমস্যা এবং এর থেকে পরিত্রাণের উপায়ই বা কী জেনে নিন সেটা। খাওয়ার আগে বা পরে অনেকেরই বুক জ্বালা পোড়া করে বা পেট ব্যথা করে অনেকের। অনেকের খাওয়ার পর পর বমি বমি লাগে বা পেটে শব্দ করে। এছাড়াও খাবারে ভেজাল এর কারণে ছোট-বড় সব বয়সেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এটি মূলত পরিপাকতন্ত্রের ব্যঘাতজনিত একটি উপসর্গ। দেখে নেওয়া যাক এর কারণগুলো- আমাদের দেশের মানুষ বেশী মসলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন। বেশী মসলাযুক্ত খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। বেশীক্ষণ খালি পেটে থাকার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। নিয়ম মতো খাবার গ্রহন না করলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। অনেকে তেল ও চর্বিযুক্ত খাবার খেলে এই সমস্যা হয়। ধূমপান করলে হজম শক্তি কমে যায়,ফলে দেখা দিতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা ।

 

রাতের খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়লে। অনেক সময় ব্যথানাশক ওষুধ গ্রহন করার ফলে হতে পারে এই সমস্যা। সকালে খালি পেটে চা বা কফি অথবা অ্যাসিড জাতীয় ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস রোগী যাদের হজম শক্তি কম,তারা ভারী খাবার গ্রহন করলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আবার পরিমানের তুলনায় কম জল গ্রহন করলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। ঘুমের ব্যাঘাত হলে আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এর ফলেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। লিভার ফাংশনের কোনও রকম গোলযোগ দেখা দিলে গ্যাস্ট্রিক হতে পারে। এছাড়া মানসিক অশান্তি ও টেনশন থেকেও গ্যাস্ট্রিক দেখা দেয়।

 

প্রতিকার ★ নিয়মমাফিক জীবনযাপন করুন। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময় হাঁটাচলা করুন ও ব্যায়াম করুন। এতে পেটে গ্যাস জমবে না। ★ দই অথবা টক দই বা গ্রহন করুন। এতে আছে প্রোবায়োটিক উপাদান যা হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে ও গ্যাস কমিয়ে রাখে। ★ বিভিন্ন খাদ্য উপাদান যেমন শসা,আদা,লবঙ্গ ইত্যাদি খেলে পেটে গ্যাস তৈরি হয় না। ★ ধূমপান থেকে বিরত থাকুন । ★ নির্দিষ্ট সময় পর পর অল্প অল্প করে খাবার গ্রহন করুন ও জল পান করুন। ★তেল,চর্বি ও মসলাযুক্ত খাবার গ্রহন থেকে বিরত থাকুন তবে গ্যাসের সমস্যা হবে না। ★ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ★ নিজেকে প্রফুল্ল ও হাসিখুশি রাখুন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর