এদেশে কিছু লোক আছে
বাংলার চেয়ে ভীনদেশী সিনেমা বেশি দেখে,
কেউ আবার স্বদেশী হয়ে
ভীনদেশী মডেলে বেশি সেজে থাকে।
তারা জানেও
রফিক জব্বার বাংলার জন্য
দিয়েছে বুকের তরতাজা রক্ত ,
শহীদের স্বরণ করেও
হয়না তারা বাংলা ভক্ত।
কেউবা আবার
শহীদ মিনারে ফুল দিয়ে এসে,
থাকেন তারা
ভিনদেশী সংস্কৃতিতে ভেসে ।
যারা বাংলার চেয়ে
ভীনদেশী ভাষা সংস্কৃতিতে নাচে,
জন্মপরিচয় সন্দেহ তাদের
কবি আব্দুল হাকিম বলে গেছেন।
যারা মনে করে
বাংলার চেয়ে হিন্দি উর্দু ভাল,
জাতির বিবেক বলে
তাদের অন্তর একদম বীভৎস কালো।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
লাঙ্গলমোড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
মোবাইল-০১৭৪০-৭১৪৬৫৬