অনলাইন ডেস্ক:
প্রকৃতপক্ষে ছাত্রলীগের কাজ কী? এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ কি ওদের জানা আছে?? ওরা কি এই সংগঠনের গঠনতন্ত্র কখনো পড়ে দেখেছে?? কখনো কি এই সংগঠনের নেতারা কর্মীদের নিয়ে কোনো কর্মশালার আয়োজন করেছে??
ক’দিন পর পর হত্যা, ধর্ষণ, লুটপাট, টেন্ডারবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, বাল্য বিয়ে, মারামারি সহ নানা অপকর্মের খবরে ভাইরাল হয় ছাত্রলীগ কর্মীরা। দেশব্যাপী ছাত্রলীগ কর্মীদের অত্যাচার নির্যাতনের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। এগুলোর জন্যই কি ছাত্রলীগ গঠন করা হয়েছিল!!!
৭১ কেও হার মানিয়ে দিচ্ছে এই নরপশুরা। স্বাধীনতা যুদ্ধের সময় বাবা-মায়ের সামনে মেয়েকে, স্বামীর সামনে তার স্ত্রীকে পাক আর্মিরা ধর্ষণ করেছিল। আজ অনুরূপ কাজগুলো একের পর এক ঘটতে চলেছে। তাহলে সেই পাকিস্তানী হায়না আর এই ছাত্রলীগের মধ্যে পার্থক্য কোথায়!!! কি হচ্ছে এসব!!!
সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ছাত্রলীগ কর্মীরা যে নারকীয় ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তবে দয়া করে এটা নিয়ে কোনো ধরনের নাটকীয়তা ছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
লেখক- মুশফিক আরিফ, সিনিয়র সাংবাদিক, মাছরাঙ্গা টেলিভিশন।
#CBALO/আপন ইসলাম