আঃ আলিম সরদার,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার উত্তর বঙ্গের সর্ববৃহৎ কাঁচা মালের হাট তাহেরপুর হাট,এ হাটের কাঁচা মাল দেশের প্রায় জায়গায় যায়,এই হাটে আশে পাশের এলাকা হতে নিজস্ব জমিতে তৈরি বিভিন্ন কাঁচা ফসল তাহেরপুর হাটে বিক্রয় করতে আসে,আর দাম ও ভালো পাওয়া যায় এই হাটে। করোনা ভাইরাস এর কারনে বেশ কিছু জায়গায় হাট বাজার বন্ধ ঘোষণা করলেও বন্ধ হয়নি তাহেরপুর হাট। সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচা মালের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে তাহেরপুর হাট বসানো হয়েছে বিভিন্ন জায়গায়।
কৃষকের কাঁচা মাল বিক্রয় করে কেউ যেন খাদ্য সংকটে না পড়ে সেই দিকে লক্ষ রেখে কাজ করে যাচ্ছে তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে হাট পরিচালনার জন্য বলেন,এবং তিনি প্রতি নিয়ত বাজার মনিটরিং করে থাকে শুধু তাই নয় প্রতিদিন জীবানু নাশক স্পে করা হয়। গত ১০ মে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত সীমিত আকারে শপিং মল ও বিপনি বিতান খুলে দেওয়া হয়,আর এই সামাজিক দূরত্ব নিশ্চিত, কেউ যেন করোনা ভাইরাস আক্রান্ত না হয়, রমজানের পন্যের নায্য মুল সহ বিভিন্ন দিক দেখে আসছেন রিফাতুল ইসলাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেড জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী।
তাহেরপুর বাজার এ সকল ব্যাবসায়ী দের সামাজিক দূরত্ব বজায় রেখে যেন ব্যবসা করতে পারে তার জন্য নিরলস প্রচেষ্টা করছেন রিফাতুল ইসলাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেড। তিনি প্রতি নিয়ত বাজার মনিটরিং করে থাকেন, কেউ যদি সামাজিক দূরত্ব ও বিধি বিধান অনুসারে না করে চলে তবে তাকে সংশোধনের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এছাড়াও তাহেরপুর তদন্ত কেন্দ্রে আই সি রাসেল তার পুলিশ সদস্য দ্বারা প্রতি নিয়ত বাজার মনিটরিং করে থাকে। নির্বাহী ম্যাজিস্টেড রিফাতুল ইসলাম সহকারী কমিশনার, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর তদন্ত কেন্দ্রে আই সি রাসেল এর কারনে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে হাট পরিচালনা করা হচ্ছে। এমন সুযোগ পেয়ে খুশি তাহেরপুর ব্যবসায়িক গন।
আর এই প্রচেষ্ঠায় আজ ও তাহেরপুর পৌরসভা করোনা ভাইরাস মুক্ত। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা বেচাঁ করতে বলেন, মাক্স পরা , সাবান পানি, জীবাণু নাশক স্পে, হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামুলক,সকাল ১০ টার আগে ও ৪ টার পরে কোন বিপনি বিতান ও শপিং মল যেন খোলা না রাখা হয় সেই লক্ষে কঠোর ভাবে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্টেড। সরকারি বিধি বিধান মেনে না চললে অন্য জায়গার মত তাহেরপুর ও সকল শপিংমল, বিপনি বিতান বন্ধ ঘোষণা করা হবে