শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই কিশোরগঞ্জে ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম ওয়েবসাইট উদ্বোধন চৌহালী উপজেলা পরিষদ অবকাঠামো বঞ্চিত ১৩ বছর: ভবন নির্মাণে দ্রুত টেন্ডার আহ্বানের দাবি এলাকা বাসির একজন চিকিৎসক দিয়ে চলছে থানচি ৫০ শয্যার হাসপাতাল গুরুদাসপুর থানার ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, প্রত্যাহার দাবি সাঁথিয়ায় বাঁধন বেকারি ও মর্ডান ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার তৌহিদুল কে নানা অভিযোগে হেড অফিসে সংযুক্ত টাংগাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:

পাবনার ভাঙ্গুড়ায় মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা‘র বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ৬জন শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাবে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়,গত ২০১৯ সালে দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে সুরুজ,মেহেদী হাসান,স্বাধীন,রমজান,রাজিব ও জনিসহ কয়েক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়ে মার্কশিট ও প্রশংসা পত্রের জন্য বিদ্যালয়ে যায়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তাদের কাছ থেকে দুই-তিনশত টাকা করে আদায় করেন। টাকার রসিদ চাইলে উল্টো বেয়াদব বলে মন্তব্য করেন তিনি।

 


নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান,করোনা কালীন সময়ে অর্থনৈতিক সংকট চলা সত্বেও বাধ্য হয়ে প্রধান শি¶কের কথা মত টাকা দিয়ে আমরা মার্কশিট ও প্রশংসাপত্র নিয়েছি।

তবে অভিযোগের বিষয়ে দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা‘র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মার্কশিট ও প্রশংসাপত্র বিতরণে টাকা নেওয়ার বিষয়টি শুনেছি। তবে বিষয়টি ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন,এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর