মোঃ জহরুল ইসলাম( জীবন) , হরিপুর /ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের মতো বিপদের সময়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তিনুয়া গ্রামের মজিরউদ্দীন কাদেরী (র) বড় ছেলে আঃ কুদ্দুস কাদেরী (এমএ) অসহায় কর্মহীন পরিবারে মাঝে গতকাল সন্ধ্যায় চাল, ডাল ও অালু বিতরণ করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” এর ডাকে দেশ স্বাধীন হয়েছিলো।
এমনটা হয়েছিলো ১৯৭১ সালে যুদ্ধ চলাকীলন সময়ে, ভারতের রায়গঞ্জ থানার সিমান্ত লাগোয়া, বিনদোলহাট হতে ভাটলহাট এবং মাহারাজা শরণার্থী শিবির এলাকায় শরণার্থীদের মধ্যে ডায়রিয়া, কলেরা জীবাণুর অাক্রমণে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় আমার পিতা মৌঃ মোঃ মজিরউদ্দীন কাদেরী (র) চিকিৎসা সেবা, নিজ থেকে আর্থিক ও খাদ্য সামগ্রী দেওয়ায় ব্যস্ত ছিলেন রাত দিন। এখন এই সময়ে বাবা বেচে থাকলে হয়তো চিকিৎসা সেবা ও খাদ্য সহয়তাসহ অন্যান্য সামাজিক সেবা করতেন ।
যুদ্ধ চলাকলীন সময়ে আমার পিতা ভারতের রায়গঞ্জ থানার সিমান্ত লাগোয়া, বিনদোলহাট হতে ভাটলহাট এবং মাহারাজা শরণার্থী শিবির এলাকায় নিজ উদ্যোগে সেবামুলক কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয়রা বলেন, মৌঃ মোঃ মজিরউদ্দীন কাদেরী (র) খুব ভালো মানুষ ছিলেন, আমরা দোয়া করি আল্লাহ্ তিনাকে জান্নাতবাসী করুক।
যুদ্ধের আগে ও পরে এবং কি যুদ্ধ চলাকলীন সময়ে শরণার্থী শিবিরে তিনি যা বলতেন আমরা গ্রামবাসী ও শরণার্থী তা মেনে চলতাম, সমাজসেবক হিসেবে সমাজের মানুষ তাকে খুব মানত। তাঁর কথায় তৎকালীন সময়ে মানুষ কোরেন্টাইনে, হোমকোরেন্টাইনে এবং সামাজিক দূরত্বে থাকা মানত। তিনি আজ বেচে থাকলে বিভিন্ন সমাজসেবার কাজে যুক্ত থাকতেন।