সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

দেশে কখনও রাতে ভোট হয়নি : সিইসি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৫ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পাবনা ৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে।

আজ বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন শৃংখলা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণেরও আহবান জানান তিনি।

দেশে কোনোদিনও রাতের বেলা কোনো ভোট হয়নি উল্লেখ করে তিনি আরো জানান, ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে।

আইন শৃংখলা সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর