মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

ই-পেপার

প্রিয়তম – মোঃ ইউসুফ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ পূর্বাহ্ণ

প্রিয়তম,
হয়তো একদিন কাক ডাকা ভোরে
খবর পাবে আমি নেই,
ফজরে শামিল হতে হতে
একটু স্মৃতিপথ ঘুরে এসো,
ওজুতে মুখ ধুতে ধুতে
দু ফোটা অশ্রু ফেলে
আমায় কথা মনে করিয়ো।
কি ভাবছো?
হঠাৎ এমন কথা কেন বলছি!
প্রিয়তম
তুমি তো আজ বহুদূরে শত মাইল পরে
কিন্তু হৃদয়ের খুব কাছে একেবারে হৃদস্পন্দন যেখানে,
এত কাছে থেকেও তোমার বিরহে আমি বিষাক্ত।আজকাল নিঃশ্বাস খুব ছোট হয়ে আসে হয়ত জানান দিচ্ছে আমার সময় ফুড়িয়ে আসছে, আমাকে তৈরী হতে বলছে নিকটতম সফরের জন্য।চলে যাবে এটা বিরক্তিকর সত্যি।
প্রিয়তম
খুবই ইচ্ছে শেষ_নিঃশ্বাস টায়, শেষ দৃশ্যটায় প্রিয়দের মুখগুলা সামনে থাকুক। তাদের চোখে মুখে ভালবাসা দেখে দেখে চোখ না হয় বন্ধ হবে, হোক শেষ নিঃশ্বাস টা প্রিয়তমর কোলের পর, মৃত্যূ_যন্ত্রনায় ছটফট করতে থাকা আমি  কারো হাতে হাত রেখে পরপারের_সিড়িতে উঠে যাবো। খুব শখ গো মাবুদ মৃত্যুদিন প্রিয়দের পাশে রাখিও।
মোঃ ইউসুফ 
শিক্ষার্থী, মিশকাত।   

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর