কে,এম আল আমিন :
মাত্র এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তিনটি গ্রাম। ছিন্নভিন্ন হয়ে পড়ল প্রায় ৫০ টি পরিবারের বাড়িঘর। অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটেছে,আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া তিনটার সময়। কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর, হাটশিরা ও হাজারহাটি গ্রামের উপর চলে ঝড়ের এ তান্ডব। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ পশ্চিম দিক থেকে আসা ঝটকা বাতাশে সব লন্ডভন্ড হয়ে গেল। ঝড়ে ক্ষতিগ্রস্ত রেজাউল করিম জানান, প্রায় দেড় ঘন্টা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, হঠাৎ পশ্চিম দিক থেকে ঝটকা বাতাশ এলো, কিছু বুঝে উঠার আগেই আমার মাথার উপর থেকে ঘরের চালা উড়ে চলে গেলো। ” মুহুর্তের এই ঝড়ে উপড়ে পড়েছে বেশ কিছু গাছ, নষ্ট হয়েছে সবজির ক্ষেত, ছিঁড়ে গেছে বিদ্যুতের তাঁর ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা ও চালিতাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রাম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্হদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে গেলাম, তালিকা করে পরে তাদের সহায়তা প্রদান করা হবে। আপাতত তাদের শুকনো খাবার দেওয়া হলো।
#CBALO/আপন ইসলাম