বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে নিরাপদ সবজি গ্রাম উদ্বোধন করলেন- সাংসদ টিটু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে নিরাপদ সবজি গ্রামের উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ করলেন টাঙ্গাইল ৬, আসনের সংসদ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু।
শনিবার ১৬ মে ২০২০, বিকেলে  উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রামকে নিরাপদ সবজি গ্রাম হিসেবে ঘোষনা করা হয়।
নাগরপুর উপজেলার কলিয়া ব্লকের বংগবকুটিয়া গ্রামে, সাংসদ জনাব আহসানুল ইসলাম টিটুর ব্যক্তিগত অর্থায়নে কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) জনাব তারিন মসরুর, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলম চাদ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুল মতিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব ইমরান হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব ছরোয়ার হোসাইন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এ সময় সাংসদ টিটু বলেন, বঙ্গবকুটিয়া হবে একটি আদর্শ নিরাপদ সবজি গ্রাম।এখানে উৎপাদিত সবজি দেশের চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি হবে।
পরে সাংসদ টিটু নিরাপদ সবজি গ্রাম বংগবকুটিয়া গ্রামের সবজি চাষীদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি উপকরন, বীজ বিতরন করেন। নাগরপুরের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ১৩০০ শত কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ দেয়া হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর