সুজন কুমার,নাটোরঃ
আলোচিত বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা আয়নাল হক হত্যা মামলায় তোরাব আর শামীম নামে দুইজনের মৃত্যুদন্ড ও ১১জনকে খালাস দিয়েছে আদালত। ১৮ বছর পর আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই হত্যা মামলার রায় ঘোষনা করেন। উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হককে হত্যা করা হয়।
সে সময় ডা আয়নাল হকের পুত্রবধু নাজমা রহমান বাদি হয়ে মোট ১৭জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে চারজন আসামী মৃত্যুবরণ করেছেন। বাকি ১৩ জন আসামির মধ্যে দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ ও ১১ জনকে মুক্তি দেয় আদালত। আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
#CBALO/আপন ইসলাম