মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

ই-পেপার

সাতক্ষীরার আমতলার প্রসেনজিত ইসলাম ধর্ম গ্রহন করে এখন আব্দুল্লাহ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার সদর উপজেলার আমতলা রঘুনাথপুরের প্রসেনজিত ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম ধর্ম গ্রহন করেছেন। মুসলিম ধর্ম গ্রহন করে তিন তার নাম রেখেছেন আব্দুল্লাহ। ইতি মধ্যে আইনানুগ ভাবে তিনি ধর্ম পরিবর্তন সম্প্রদনাও করেছেন। বর্তমানে আব্দুল্লাহ জানান, আমি প্রসেনজিত সরকার, জন্ম তাং- ০১/০২/১৯৯৪ ইং পিতা – বিজয় সরকার, মাতা- গয়া রানী, গ্রাম- আমতলা রঘুনাথপুর, ডাকঘর – আখড়াখোলা, থানা ও জেলা – সাতক্ষীরা, ধর্ম সনাতন( হিন্দু),পেশা রাজমিস্ত্রী, জাতীয়তা – বাংলাদেশী, ন্যাশনাল আইডি নং ৮২২২৬২২৯১৫।এই মর্মে হলফ পূর্বক ঘোষনা প্রকাশ করিতেছি যে, আমি বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকারে উপরোক্ত ঠিকানায় বসবাসকারী স্হায়ী নাগরিক ও বাসিন্দা বটে।

 

আমি স্কুল জীবনে মুসলমান বন্ধু, ভাইদের আচার ব্যাবহার নম্র ভদ্রতা, শালিনতা চলাফেরা ও আতিথেয়তা দেখিয়া মনে প্রাণে মুসলিম সম্পদায় ও তাহাদের ধর্মের প্রতি আগ্রহ ও ভালবাসায় জাগ্রত হয়। আমি তাহাদের মুখে শুনিয়াছি যে ইসলাম শ্বাশত, চিরন্তন, ইহকালে শান্তি ও পরকালে মুক্তির একমাত্র পথ।তাহাদের এই মর্মবাণী আমি প্রত্যক্ষ করিয়া ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হইয়া গত ইং- ২৬/০৩/ ২০২০ তারিখে স্হানীয় মৌলুভী সাহেবের কাছে পাক কালেমা ” লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ “( অর্থ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ (সাঃ) তাহার প্রেরীত রাসুল) পাঠ করিয়া উহা মনে প্রাণে বিশ্বাস স্হাপন করিয়া ইসলামী শরা- শরীয়ত মোতাবেক বাকী জীবন অতিবাহিত করিব এই প্রত্যয় ব্যক্ত করিয়া আমি ইসলাম ধর্ম গ্রহন করিয়াছি।

 

পরবর্তীতে ২৬/০৮/২০২০ তারিখে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত সাতক্ষীরা এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত -১ সাতক্ষীরা এ উপস্থিত হয়ে ৫৬৮৭/২৬/০৮/ k ০২০ স্মারক নং মাধ্যমে আইনানুগ ভাবে ইসলাম ধর্ম গ্রহন পূর্বক নিজ নাম প্রসেনজিত এর স্হলে আব্দুল্লাহ নাম সম্পদান করি। আমি আমার পিতা মাতা প্রদত্ত নাম প্রসেনজিত সরকার পরিবর্তন বা পরিহার করিয়া মুসলিম নাম ” মোঃ আব্দুল্লাহ ” রাখিয়াছি।

 

আমার জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য কাগজাদিতে আমার পূর্বের নাম প্রসেনজিত সরকার এর পরিবর্তে মোঃ আব্দুল্লাহ হইবে ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। আমি যেহেতু সেচ্ছায় আমরা ধর্ম পরিবর্তন করিয়াছি সেহেতু আমার পিতা – মাতা বা কেহ কোন প্রকার আপত্তি করিতে পারিবে না করিলে তাহা সর্বাদালতে আগ্রাহ্য হইবে তিন আমাদের প্রতিবেদক কে জানান।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর