কে,এম আল আমিন :
সিরাজগন্জের সলঙ্গা সহ দেশব্যাপী ভ্যাপসা গরমে মানুষ আর প্রাণীকুল অতিষ্ট হয়ে পড়েছে। ভাদ্রের এ তালপাকা গরমে বিশেষ করে বৃদ্ধ আর শিশুদের নিয়ে হিমিশিম খেতে হচ্ছে। গত কয়েকদিন ধরে এমন গরমে সদ্দি,ঠান্ডা জ্বরের প্রকোপ বেশী দেখা দিয়েছে। সারাদিন গরম আর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ফ্যানের বাতাসেও শরীর জুড়াচ্ছেনা বলে অনেকেই জানিয়েছেন। ভাদ্রের শুরুতে বৃষ্টি থাকলেও গত কয়দিন ধরে শুরু হয়েছে এমন ভ্যাপসা গরম। ভাদ্রের এ ভ্যাপসা গরমে তাই জনজীবন স্থবির হয়ে পড়েছে ।
আর এ ভ্যাপসা গরম আরও কয়েক দিন থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায়, ভাদ্র মাসের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে। তবে এখন মৌসুমী বায়ু কিছুটা কম সক্রিয় রয়েছে। তাই আগামী দু’একদিন বৃষ্টি কম হবে। বিশেষ করে ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি কম হবে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। এ কারণে গরমের ভ্যাপসা অনুভূতি আরও কয়েক দিন থাকতে পারে।
#CBALO/আপন ইসলাম