মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার চারটি ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রের জন্য স্বপ্ল মূল্যে খাদ্য বিতরন কর্মসূচী করা হলেও দেবোত্তর ইউনিয়নে তা বন্ধ রাখা হয়েছে।
সরজমিনে দেখা গেছে, মতিঝিল বাজারের ডিলার গোলাম মওলা হেলাল ও গোড়রী বাজারের ডিলার নিখিল কুমার সাহা দোকান খুলে বসে রয়েছেন। কিন্তু দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈম্মিন হোসেন চঞ্চল হতদরিদ্রদের মধ্যে কার্ড বিতরণ না করায় ডিলাররা চাল বিতরণ করতে পারছেনা। ফলে শেখ হাসিনার দেয়া স্বপ্ল মুল্যে খাদ্য বিতরণ কর্মসূচী ব্যাহত হচ্ছে বলে ডিলাররা জানান।
ডিলাররা আরও বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর দেবোত্তর ইউনিয়নের মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠে নিবার্চনী জনসভায় অনুষ্ঠিত হবে। ওই দিন চেয়ারম্যান সাহেব ভোট চাইবেন আর কার্ড বিতরণ করবেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান চঞ্চল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আগামী ২৩ সেপ্টেম্বর নিবার্চনী জনসভা শেষে হতদরিদ্রের মাঝে কার্ড বিতরণ করা হবে এবং নৌকায় ভোট চাওয়া হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন এ কাইয়ুম জানান, আগামী ৩০ তারিখের মধ্যে কার্ড ও চাল বিতরণ না করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#CBALO/আপন ইসলাম