চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
রবিবার( ২০সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের প্রত্যেক ইউনিয়নে ৪শত ২৮টি করে চারা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর অনুরোধ জানান হয় । ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’-এই শ্লোগানকে সামনে রেখে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশিদুল হাসান জুয়েল, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ঘোরজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মন্টু , খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ সরকার,বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম