আজ মোরা হারিয়েছি,
হেরার আলোকচ্ছটা,মুক্তির দিশা
দ্বীনের ভরসা, যালিমের নিরাশা।
আজ মোরা হারিয়েছি,
মানবতার বন্ধু, সকলের আশা
সত্যের সৈনিক, মুক্তির দিশা।
আজ মোরা হারিয়েছি,
তালিবে ইলমের স্বপ্ব, আলেমের আশা
তাওহীদি জনতার বুকভরা ভালবাসা।
আজ মোরা হারিয়েছি,
তাগুতের আতংক, ইসলামের হাতিয়ার
বাতিলের হুংকার, আপোষহীন এক রাহবার।