আলোর রশ্মি ভেদ করে কি কখনো দেখেছো তার পেছনের অন্ধকার?
যে আধার কালোতে নিজের অস্তিত্ব খুজে পাবে না কোনোদিন!
কখনো কি পথ চলতে পিছন ফিরে দেখেছো নিজের ছায়া?
যে ছায়ার মর্ম কথায় লুকায়িত এক একটা ইতিহাস,!
দিগন্তে ছুটতে ছুটতে দু হাত ভরে স্বপ্ন আঁকা সোনালী প্রদীপ জ্বেলেছো,
কখনো কি দেখেছো?সে প্রদীপের নিচেও অন্ধকার!
কত ভবিষ্যৎ গড়তে গড়তে নিজের সর্বস্ব হারিয়ে পথের ধুলোয় লুটোপুটি,
তুমি কি জানো?সেই বিজয় নিশান কতটা রক্তাক্ত!
পরিপাটি হাতে মশাল জ্বেলে বিজয় মিছিলে উদ্ভাসিত হও,
সে বিজয় সত্যিই কি তোমার অর্জিত?নাকি কুড়িয়ে পাওয়া অথবা কারো রেখে যাওয়া সম্পদের মত!
কি হবে এত কিছু দিয়ে?যেখানে বেলা শেষে কালো রাত নেমে আসে!
বিশেষত্বের প্রনয় ঘটে মৃত্যু দিয়ে।
#CBALO/আপন ইসলাম