শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৮ অপরাহ্ণ

শুভ কুমার ঘোষ:

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার অভিযোগ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদরের বহুলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বহুলির মৃত মোসলেম উদ্দিনের বাহির বাড়িতে শালিসি বৈঠক বসলে শালিসের সভাপতি নির্বাচন করা নিয়ে ঝামেলা শুরু হবার একপর্যায়ে মুক্তিযোদ্ধা গাজী মোঃ আনোয়ার হোসেন সহ কয়েকজনের উপরে হামলা চালানো হয়। এতে গাজী আনোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা নিলেও মোঃ কামরুল হাসান ওরপে আলম ও মোঃ জুইসবল হাসান কে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধা ও তার সন্তানের মৌখিক অভিযোগে এবং মুক্তিযোদ্ধার বোন শেফালী খাতুন (৪০) এর সঙ্গে কথা বলে জানা যায়, গাজী আনোয়ার হোসেন ও তার ভাই সেলিমের বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে বহুলির মৃত মোসলেম উদ্দিনের বাহির বাড়িতে শালিসি বৈঠক বসলে শালিসের সভাপতি নির্বাচন করা নিয়ে ঝামেলা শুরু হয়। অতঃপর ভেড়াবাড়ির মোঃ মকবুল হোসেনের ছেলে আব্দুল বাসেদ হেলালের উপরে চেয়ার দিয়ে আঘাত করে। তার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা গণমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করেন, ভেড়াবাড়ির মোঃ মকবুল হোসেনের ছেলে আব্দুল বাসেদ, আব্দুল করিম, আব্দুল আলিম সহ বহুলীর মৃত কাজেম উদ্দিনের ছেলে সেলিম, সেলিমের ছেলে সবুজ এবং হুকুমদাতা আব্দুল বাসেদ সহ রায়গঞ্জের তেলিজানা গ্রামের শওকত আলীর ছেলে সেরাজুল, শাটিকাবাড়ি গ্রামের হীরা তালুকদারের ছেলে লিখন, জামালপুরের শরিষাবাড়ি উপজেলার রাধানগর গ্রামের আহমেদ আলীর ছেলে রোকনুজ্জামান মিলে তাদের উপরে হামলা করেন।

 

এতে বহুলী পশ্চিম পাড়ার গাজী মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ হেলাল উদ্দিন শেখ, মোঃ কামরুল হাসান ওরপে আলম সহ একই এলাকার মোঃ জুইসবল হাসান, দেলোয়ার হোসেন ও হাবিবুর রহমান আহত হন। এবং মুক্তিযোদ্ধার উপর হামলা করে আহত করেন তারই বোন ভেরাবাড়ির মকবুল হোসেনের স্ত্রী ভানু বেগম। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তারা। এবিষয়ে সদর থানার এস.আই মেহেদী হাসান বলেন, আমি খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ আসলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর