কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাণীনগর গ্রামের একটি আখঁ ক্ষেত থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা ওই ড্রেনে নবজাতকের লাশ দেখতে পায়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, এলাকার কারো পাপের ফসল এই নবজাতকটি। সম্ভব্ত ওইদিন ভোর রাতে নবজাতকের লাশটি উল্লেখিত স্থানে ফেলে রেখে যায় কে বা কারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
#CBALO/আপন ইসলাম