কে,এম আল আমিন :
সিরাজগন্জের সলঙ্গা থানা সদরে তিনদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেছেন হাজার হাজার মানুষ।গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী গাঢ়ুদহ নদীতে এই নৌকা বাইচ দেখতে দুপুর পর হতে নদীর দুইধারে হাজার হাজার মানুষের ঢল নামে। সলঙ্গা হাট কমিটির ইজারাদার জাহাঙ্গীর আলম তালুকদার লাবু সহ হাট কমিটির অন্যান্য সমস্যদের আয়োজনে এবং সলঙ্গাবাসীর সহযোগীতায় তিনদিন ব্যাপী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আজ শনিবার ( ১২ সেপ্টেম্বর) নৌকা বাইচের শেষদিন ফাইনালে দুপুর হতেই সলঙ্গা স্লুইচ গেইট, নতুন ব্রীজ,গোজা ব্রীজ,নদীর দুই পাশের বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ সহ নদীর তীরে হাজার হাজার মানুষ ভীড় করে।
জায়গা সংকুলান না হওয়ায় ইঞ্জিন চালিত নৌকায় করেও মানুষ এ আনন্দ উপভোগ করেন। স্লুইচ গেইট হতে শুরু হয়ে গোজা ব্রীজ পর্যন্ত গিয়ে লাল নিশান তুলে নিয়ে আবার স্লুইচ গেইটে এসে শেষ হয় । প্রতিযোগীতায় সিরাজগন্জের বিভিন্ন উপজেলা সহ পাশের জেলার মোট ৩০ টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। শেষে সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
#CBALO/আপন ইসলাম