হিমেল চন্দ্র রায়,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপাজেলাধীন পলাশবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নটখানা বালাপাড়ার স্থায়ী বাসিন্দা শ্রী পরী বাবু রায়, এক ব্যতিক্রম ভাবে করোনায় কর্মহীন দুস্থ শিশু ও বয়স্ক লোকদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
পরীবাবু কৃষি ডিপ্লোমা পাশ করেও বেকার যুবক নিজের উদ্যোগে এলাকার বিত্তবান ব্যাক্তিদের বাড়ী বাড়ী ও গার্মেন্টস দোকান গিয়ে অব্যবহৃত পোশাক সংগ্রহ করে, লন্ড্রি থেকে ধুয়ে, ইস্ত্রি ও স্প্রে সহ প্যাকেটজাত করে এলাকার বিভিন্ন স্থানে নিজে গিয়ে বিতরণ করেন। পরী বাবু নিজের ফেসবুকে স্টাস্টাস দেয় (আপনার পুরনো, অব্যবহৃত কাপড়গুলো ওয়ারড্রোব, বা আলমারীতেই নষ্ট হয়। যদি কেউ পুরাতন ও অব্যবহৃত নতুন কাপর অসহায় লোকদের দান করতে চান, তাহলে আমার নম্বরে যোগাযোগ করুন)।
এরই ধারাবাহিকতায় অনেক বিত্তবান ব্যাক্তির ও গার্মেন্টস দোকান মালিকদের সহযোগিতায় তিনি প্রায় ১৩০ জন পরিবারের মাঝে নিজে গিয়ে এসব লোকদের মাঝে বস্ত্র হাতে তুলে দেন।
পরিবাবু আরো বলেন,যারা লেখাটা পড়ছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের অব্যবহৃত পুরাতন কাপড়গুলো ফেলে না রেখে দান করে দিন। কাপড় ছেড়া হলে সেলাই করে দিতে পারেন। লন্ড্রি থেকে ধুয়ে, ইস্ত্রি করে যদি দেন তাহলে খুব সুবিধা হয়।
আপনার এই ফেলে রাখা কাপড়গুলো দিয়ে হয়ত কোন পরিবারে আসতে পারে স্বচ্ছলতা। আর হয়ত আমরা আমাদের প্রাচুর্য্য ভরা বিলাসবহুল জীবনযাপনে অসহায় মানুষের পাশে দাড়ানো সুযোগ পাবো।