মতিন সরকার, বিশেষ প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মধুরাপুর গ্রামে গত ৮ সেপ্টেম্ব ২০২০ইং দুপুরে একটি বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। মধুরাপুর গ্রামের মৃত তাহের আলী মোল্লার ছেলে রাজমিস্ত্রী ইসমাইল মোল্লা (৩৮) জানান,বাড়িতে ছিলাম না। কাজের জন্য বাইরে ছিলাম। গত ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাতে আমার বসতঘরসহ ঘরের সব মালামাল পুরে ছাই হয়ে যায়। গ্রামের লোকজন ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্তন করে। মাঠে কোন জায়গা জমি নেই। ঠিক মত মিস্ত্রি কাজও করতে পারিনা।
মিস্ত্রি কাজ করে যে টাকা পাই সেটা দিয়ে ২ মেয়ে ও আমরা স্বামী স্ত্রী বাজার খেতেই শেষ হয়ে যায়। বসত ঘর ও ঘরের মালামাল আগুনে পুরে যাওয়ায় আমরা রাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছি। ঘর করার মত বর্তমান আমার আর কোন অবস্থা নেই। সমাজের বিত্তবানরা আমাকে সহযোগিতা করলে আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে পারবো।
#CBALO/আপন ইসলাম