শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

ই-পেপার

করোনায় কর্মহীনদের পাশে স্বপ্ন সিরাজগন্জ শাখা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০, ৯:৪৮ অপরাহ্ণ

কে,এম আল আমিন :

একটি মানব উন্নয়ন মুলক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সিরাজগন্জ শাখার প্রধান উপদেষ্টা ও রায়গন্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি বলেছেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে আরও জনসচেতনতা সৃষ্টি করতে হবে, হাট বাজারে অহেতুক ঘোরাঘুরি না করা,সরকারি নির্দেশ মেনে চলা,সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজে শুধু বাইরে বের হওয়ার পরামর্শ প্রদান করেন। মানবতার ফেরিওয়ালা এমপি আজিজ আরও বলেন, দেশে মহামারী করোনা ভাইরাসের কারনে আমার নির্বাচনী এলাকার ঘরে বন্দী থাকা কর্মহীন-অসহায়,হতদিরদ্র মানুষের মধ্যে সাধ্যমতো ত্রাণ সামগ্রী বিতরণের চেষ্টা করে যাচ্ছি। করোনায় কর্মহীণ,ছিন্নমুল,দরিদ্র, অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যে অনেকেই তার আহ্বানে সাড়া দিয়ে কর্মহীণ-অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি পেতে শেষে তিনি আল্লাহর রহমত কামনা করেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সলঙ্গা বাজার কদম তলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে ১২০ জন অসহায়, গরীব পরিবারের মধ্যে চাল,ডাল,আলু,তেল সহ অন্যান্য খাদ্য সহায়তা বিতরণ কালে তিনি এ সব কথা বলেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর একটি সেবা মুলক সংগঠন ” স্বপ্ন সিরাজগন্জ শাখা ” এর অর্থায়নে শুক্রবার সলঙ্গা ও আশেপাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র,অসহায় কর্মহীণ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, স্বপ্ন সিরাজগন্জ শাখার সহ সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,স্বপ্ন শাখার পরিচালক আশিক ইকবাল বাবু,সহকারী পরিচালক আব্দুল মালেক সরকার,সাধারন সম্পাদক ডা: কে,এম জাহিদুল ইসলাম ( জাহিদ) , সহ: সম্পাদক হেলাল উদ্দিন,উপদেষ্টা মন্ডলী যথাক্রমে,আলী আহসান,আব্দুল করিম রেজা, মারুফ হাসান খোকন,কে,এম আমিনুল ইসলাম হেলাল,আলহাজ্ব ভুলু সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর