আঁকাবাঁকা ওই, পথপানে চাহিয়ে,
ব্যথাতুর হৃদয়ে, ব্যথাগান গাহিয়ে,
দড়ি বাঁধা পায়েতে,
বাটেরই ধারেতে,
থাকে এক পোলা;
মনে হবে তারে দেখি,
যেন ভোলাভালা-
মনে হবে তারে দেখি,
অবুঝ পোলা!
অবুঝ মনেতে, কণ্টক বিঁধিয়া,
সরল চাহনিতে, গরল ঢালিয়া,
চরোণিতে আঁটি, রাখে তারে বাঁধি,
মায়ে তার এবেলা-ওবেলা;
দড়ি বাঁধা পায়েতে,
বাটেরই ধারেতে,
থাকে তাই অবলা।।
কখনো থাকে, সুযোগের সন্ধানে!
মুক্তি লভিতে, চেয়ে থাকে পথপানে।।
চলিতে রাহে, কোন রাহী যবে,
মমতার ছলে, দুই কান মলে,
খুলি দেয় তার, ও পায়ের বাঁধন;
ভোলাভালা পোলাটি, হাহাহা!
চম্পট দেয়, পুকুরেতে তখন।।।