রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
একদিনে বরিশালের ১০ পুলিশ সদস্যসহ সর্বমোট ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য সবাই কনস্টেবল পদে বরিশাল পুলিশ লাইনে কর্মরত আছেন। এদেরমধ্যে একজন নারী সৈনিক বয়স (২২)।
বাকি নয় জন পুরুষ বয়স (৫৫, ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১, ১৯)। অন্য একজন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫), অপরজন বরিশাল নগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪২)।