সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

সালমান শাহ এর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৬ পূর্বাহ্ণ

এম এস শবনম শাহীন:

আজ ৬ই সেপ্টেম্বর, অকাল প্রয়াত নায়ক সালমান শাহের ২৪তম মৃত্যু বার্ষিকী! মহানায়ক সালমান শাহ এর আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সালমান সম্পর্কে সংগৃহীত কিছু তথ্য:– পুরো নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন। বাবা: কমর উদ্দীন চৌধুরী। মা: নীলা চৌধুরী ভাই-বোন : ২ ভাই। সালমান শাহ আর শাহরান। স্ত্রী : ১৯৯২ সালের ১২ আগষ্ট ভালবেসে বিয়ে করেন সামিরা কে। জন্ম : রবিবার, ১৯ সেপ্টেম্বর , ১৯৭১। জন্মস্থান : সিলেটের জকিগঞ্জে। দাদার বাড়ি : সিলেট শহরের শেখ ঘাটে। নানার বাড়ি: সিলেটের দড়িয়া পাড়ায়। বর্তমানে বাড়ির নাম : ” সালমান শাহ হাউজ “। রাশি : বৃশ্চিক উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি অভিনীত ছবির সংখ্যা : ৪ বছরে অভিনীত ছবির সংখ্যা ২৭ টি। প্রথম ছবি : সোহানুর রহমান সোহান পরিচালিত ” কেয়ামত থেকে কেয়ামত “। ছবি মুক্তি : ১৯৯৩ সালের ২৫ মার্চ প্রথম নায়িকা : মৌসুমী সফল জুটি : সালমান শাহ-শাবনূর। সবচেয়ে বেশি ছবি : শাবনূরের সাথে।(১৪ টি ) বিজ্ঞাপন : কোকাকোলা, মিল্কভিটা, জাগুরার কেডস, ফানটা। নাটক : সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, পাথর সময়, স্বপ্নের পৃথিবী শেষ ছবি : বুকের ভিতর আগুন শেষ ছবি মুক্তি : ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর। যে বাসায় থাকতেন : নিউ ইস্কাটন রোডের, ইস্কাটন প্লাজার B এর ১১ ফ্লাটে।

 

মারা যান : শুক্রবার ৬ সেপ্টেম্বর, ১৯৯৬ যে হাসপাতালে নেয়া হয় : সালমান শাহ কে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা যায়।গলার রশি কেটে তাকে প্রথমে ” হলি ফ্যামিলি হসপিটালে ” নেয়া হয়। সেখানকার ডাক্তাররা ট্রিটমেন্ট করতে অপারগতা প্রকাশ করায় পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়।সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। কবর : সিলেটের পূন্য ভূমিতে হযরত শাহজালাল (রহ: ) এর মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন চিরসবুজ নায়ক সালমান শাহ। ভক্তদের আত্মহত্যা : সালমানশাহর মৃত্যু শোক সহ্য করতে না পেরে বেশ কয়েক জন নারী ভক্ত আত্মহত্যা করেন। তদন্ত রিপোর্ট: সালমানের মৃত্যুর তদন্ত রিপোর্ট আজ ও রহস্য জনক কারনে প্রকাশিত হয়নি। স্মৃতিস্তম্ভ : যে মানুষ সিনেমা কে এতো কিছু দিলো তার জন্য বলতে গেলে কিছুই করেনি এফডিসি।স্মৃতিস্তম্ভ তো দূরে থাক।

 

তাতে কি সালমানশাহ আছে প্রতিটি সিনেমা প্রেমীর অন্তরে।সেখান থেকে তাকে সড়ায় সাধ্য কার?  বর্তমান অবস্থা : সালমান শাহর ছোট ভাই বর্তমানে ইংল্যান্ড থাকেন।মা নীলা চৌধুরী সেখানেই বেশির ভাগ সময় থাকেন। মাঝে মাঝে বাংলাদেশে আসেন।বাকি সময়টুকু ঘর তালাবদ্ধ থাকে।তালাবদ্ধ ঘরটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেন বলছে ” কে তুমি উতসুক পথিক? থমকে দাঁড়াও! চোখ ভরে দেখে নাও এখানেই জন্মেছিলেন বাংলার চিরসবুজ নায়ক সালমান শাহ।”

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর