হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে দুর্ধর্ষ চুরির ২৪ ঘন্টা না পেরুতেই চোরসহ চুরির মালামাল উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ।থানা সুত্রে জানা যায়, গত ১৩ মে ২০২০ তারিখ ভোরবেলা নীলফামারী থানাধীন কিশামত চড়াইখোলা গ্রামের জনৈক আবু সাঈদ প্রামাণিকের একটি সেচ পাম্প চুরি করে অজ্ঞাত চোরেরা৷ এমন অভিযোগে প্রেক্ষিতে নীলফামারী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মিন্টু চন্দ্র বণিকসহ অন্যান্য পুলিশ সদস্যের একটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা সদরের সরকার পাড়া বাবরিঝার এলাকার মৃত বাদল সরকার এর ছেলে স্বপন(৩০) ও কচুকাটা কুঠিপাড়া এলাকার আবু বক্কর এর ছেলে লাভলু(২০) কে চোরাই সেচ পাম্প সহ গ্রেপ্তার করে। পরে পুুুুলিশের জিজ্ঞাসাবাদ ও ধৃত ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী কচুকাটা ইউনিয়নের কুটিপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমান এর ছেলে মতিনুর রহমানের বাড়ী থেকে আরো একটি সেচ পাম্প উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে নীলফামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, “এ ঘটনায় নীলফামারী থানার একটি মামলা হয়েছে যার মামলা নং ১৪৷”